Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রেকর্ডরুম শাখা, রাজশাহী
বিস্তারিত

রেকর্ডরুম শাখা, রাজশাহী


নাগরিক সেবা

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

০১।

সকল প্রকার রেকর্ড সংক্ষণ ও বিনষ্ট করণ

সকল প্রকার তথা এসএ সিএস ও বিএস রেকর্ড সংরক্ষণ করা হয় এবং জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদন প্রাপ্ত কমিটির মাধ্যমে বিনষ্ট যোগ্য কাগজপত্র বিনষ্ট করা হয়।

সংশি­ষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত তারিখ ও সময়

-------------

০২

সকল প্রকার রেকর্ড ও সার্টিফাইড কপি সরবরাহ

জরুরী আবেদনের ক্ষেত্রে ১৬.০০ টাকার এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ৮.০০ টাকার কোর্ট ফি দিয়ে দরখাস্ত করতে হয় এবং প্রতি খতিয়ান/ ফলিওর জন্য ২ টাকা কোর্ট ফি দিয়ে দরখাস্ত করতে হবে।

সরকারী বিধি মোতাবেক জরুরী আবেদনের ক্ষেত্রে ০৭ (সাত) কার্য দিবস এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ১৫(পনের) কার্য দিবস সময়ে সরবরাহ করা হয়। রবিবার হতে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯.৩০ হতে ১২.৩০ পর্যন্ত দরখাস্ত গ্রহণ ও খতিয়ান সরবরাহ করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ডরুম এর সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়।

০৩

মৌজা ম্যাপ

সাধারণ আবেদনের ক্ষেত্রে ৫.০০ টাকা কোর্ট ফি দিয়ে দরখাস্ত করতে হবে।

মৌজা ম্যাপ সরবরাহের ক্ষেত্রে ৩৫০.০০ টাকা চালানের মাধ্যমে ব্যাংক এ জমা চালান প্রাপ্তির ৭ দিনের মধ্যে সরবরাহ করা হয়।


যোগাযোগ
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
ইমেইল ঠিকানা

ছবি
www.rajshahi.gov.bd/dcoffice_section/2f4ff4b2_1ab3_11e7_8120_286ed488c766/record room .jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা