Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ট্রেজারী শাখা , রাজশাহী
বিস্তারিত

জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারী  শাখাটি মূল ভবনের নিচ তলায় ১০২ ও  ১০৩ নং কক্ষে অবস্থিত।


নাগরিক সেবা

 

১।

এই জেলা ট্রেজারীতে ঢাকা হতে জুডিশিয়াল, নন-জুডিশিয়াল, বিশেষ আঠালো স্ট্যাম্পস, সার্ভিস স্ট্যাম্প, কোর্ট ফি, ফলিও ও ডেমি এনে সংরক্ষণ করা হয়। উক্ত স্ট্যাম্প, কোর্ট ফি, ফলিও, ডেমি ভেন্ডারদেরকে ট্রেজারীতে মজুদ সাপেক্ষে সরবরাহ করা হয়। সরবরাহের পূর্বে নির্ধারিত তারিখে সপ্তাহে একদিন রবিবার  সকাল ০৯.০০ টা হতে বেলা ১.০০ টা পর্যন্ত ভেন্ডারদের চাহিদার উল্লিখিত টাকার চালান পাশ করা হয় এবং চালানসমূহের টাকা বাংলাদেশ ব্যাংক, রাজশাহী শাখায় জমা দিতে হয়। অতপর চালান ও চাহিদাপত্র রেজিস্টারে এন্ট্রি এবং পরীক্ষা নিরীক্ষা অমেত্ম বাংলাদেশ ব্যাংকের জমাকৃত টাকার স্ক্রলের সাথে হিসাব যাচাই অমেত্ম সঠিক পাওয়া গেলে মালামাল ঐ সপ্তাহের মঙ্গলবারে ট্রেজারী হতে বের করা হয়  এবং মালামালগুলি  চাহিদাপত্র অনুযায়ী মিলিয়ে সপ্তাহে দু’দিন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার ট্রেজারী হতে উক্ত স্ট্যাম্পস্, ফলিও, কোর্ট ফি চাহিদা মোতাবেক জনস্বার্থে ভেন্ডারদেরকে সরবরাহ করা হয়।

২। 

এই জেলা ট্রেজারী হতে জিপিও, রাজশাহীকে রাজস্ব টিকিট, সাধারণ পোস্টাল খাম, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ট্রেজারীর মজুদ সাপেক্ষে সরবরাহ করা হয়। উক্ত রাজস্ব টিকিট সাধারণ পোস্টাল খাম, নন-জুডিশিয়াল স্ট্যাম্প সরবরাহের পূর্বে মালামালের চাহিদার উল্লিখিত টাকার চালান এ ট্রেজারীতে নির্ধারিত তারিখে সপ্তাহে এক’দিন অর্থাৎ রবিবার চালান পাশ করা হয় এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহী শাখায় চালানের টাকা জমা দিতে হয় চালান ও চাহিদাপত্র রেজিস্টারে এন্ট্রি এবং পরীক্ষা নিরীক্ষা অমেত্ম মালামাল ট্রেজারী হতে বের করা হয়  এবং মালামালগুলি  চাহিদাপত্র অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার দু’দিন চাহিদায় উল্লিখিত স্ট্যাম্পস্, রাজস্ব টিকিট, পোস্টাল খাম সরবরাহ করা হয়।

৩।

এ জেলা ট্রেজারী হতে জিপি ও এজিপিগণকে তাদের চাহিদা মোতাবেক ট্রেজারীতে মজুদ সাপেক্ষে কার্টিজ পেপার (ডেমি), ফলিও সরবরাহ করা হয়। উক্ত কার্টিজ পেপার (ডেমি) এবং ফলিও সরবরাহের পূর্বে এ ট্রেজারী থেকে চালান পাশ করে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী শাখায় টাকা জমা দিতে হয়। চালান পাশ সপ্তাহে এক’দিন রবিবার  করা হয়। চাহিদায় উল্লিখিত মালামাল সপ্তাহে দ’ুদিন অর্থাৎ যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার সরবরাহ করা হয়।

৪।

এ ট্রেজারী হতে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানকে বিশেষ আঠালো স্ট্যাম্প সরবরাহ করা হয়। উক্ত স্ট্যাম্পস্ সরবরাহের পূর্বে এ অফিস থেকে নির্ধারিত দিনে অর্থাৎ রবিবার চালান পাশ করা হয় এবং চালান পাশের পরের দিন অর্থাৎ সপ্তাহে দু’দিন যথাক্রমে বুধবার উক্ত স্ট্যাম্প ট্রেজারীর মজুদ সাপেক্ষে সরবরাহ করা হয়।

৫।

এ ট্রেজারী হতে বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসসমূহে সার্ভিস টিকিট সরবরাহ করা হয়। সার্ভিস টিকিট সরবরাহের পূর্বে এ অফিস থেকে নির্ধারিত দিনে সপ্তাহে এক’দিন অর্থাৎ রবিবার চালান পাশ করা হয় এবং সপ্তাহে একদিন বৃহস্পতিবার ট্রেজারীর মজুদ সাপেক্ষে সার্ভিস টিকিট সরবরাহ দেয়া হয়।

৬।

এ জেলা ট্রেজারী অফিস হতে বীমা অফিসে বীমা স্ট্যাম্প সরবরাহ করা হয়। বীমা অফিসে স্ট্যাম্প সরবরাহের পূর্বে এ অফিস থেকে চালান পাশ করে দেয়া হয়। সপ্তাহে এক’দিন অর্থাৎ রবিবার  চালান পাশ করা হয় এবং চালানের টাকা বাংলাদেশ ব্যাংক, রাজশাহী শাখায় জমা দিতে হয়। বীমা অফিস যদি নগদ টাকার পরিবর্তে চেকে টাকা জমা দিতে চান তাহলে সেক্ষেত্রেও রবিবার চালান পাশ করা হয়।

৭।

 বি,জি প্রেস সহ বিভিন্ন দপ্তর/পরিদপ্তর/মন্ত্রণালয় হতে প্রাপ্ত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পত্রের সিলগালাকৃত ট্রাংক

ট্রেজারীতে সংরক্ষণ করা হয় এবং পরীক্ষার সময়সূচী অনুযায়ী স্ব স্ব প্রতিষ্ঠানকে প্রশ্নপত্র সমূহ সরবরাহ করা হয় ।

বিঃ দ্রঃ

ট্রেজারী অফিসে স্ট্যাম্প সরবরাহ, চালান পাশ ও চালান জমাদান বিষয়ে কোন প্রকার সমস্যা দেখা দিলে তা ট্রেজারী শাখায় টেলিফোন নং- ৭৭২৬৫৪ তে ট্রেজারী অফিসারের সাথে যোগাযোগ করতে পারবেন। ট্রেজারী অফিসার সমস্যা সমাধান না দিতে পারলে জেলা প্রশাসক মহোদয়ের সাথে ৭৭২০৫০ নং টেলিফোনে যোগাযোগ করতে পারবেন। সরকারী ছুটির দিনে কোন প্রকার চালান পাশ বা স্ট্যাম্প সরবরাহ করা হয়না।


কার্যক্রম

    

 

                           

ক্রমিক নংকার্যক্রম
জুডিশিয়াল স্ট্যাম্প,ননজুডিশিয়াল স্ট্যাম্প,কোর্টফি স্ট্যাম্প, বিশেষ আঠালো স্ট্যাম্প ,সাধারণ ডাকটিকিট, সাধারণ খাম, সার্ভিস স্ট্যাম্প,

  সাধারণ কপি স্ট্যাম্প (ফোলিও), সাধারণ রেভিনিউ স্ট্যাম্প, সাধারণ                                                    ইন্সুরেন্স স্ট্যাম্প,সাধারণ ইন্সুরেন্স ফি স্ট্যাম্প, দলিলী কাগজ (ডেমী),

                                                বিড়ি ব্যান্ডরোল, স্মারক ডাক টিকিট, এরোগ্রাম (বিমানবহী খাম)

                                                যানবাহন জরিমানা স্ট্যাম্প ইত্যাদি সংশিষ্ট বিভাগ হতে প্রাপ্ত/ আনয়ন ও  

                                                ট্রেজারীতে সংরক্ষণ এবং  উক্ত মালামালের ট্রেজারী চালান পাশ করণ ও

                                                চাহিদা মাফিক বিতরণ করা হয় ।

বি.জি প্রেস সহ বিভিন্ন দপ্তর /পরিদপ্তর/মন্ত্রালয় হতে প্রাপ্ত বিভিন্ন                                                              পরীক্ষার প্রশ্ন পত্রের সিলগালাকৃত ট্রাংক ট্রেজারীতে সংরক্ষণ করা হয়                                                     এবং পরীক্ষার সময়সূচী অনুযায়ী  স্ব স্ব প্রতিষ্ঠানকে প্রশ্নপত্র সমূহ                                                               সরবরাহ করা হয় ।    

যোগাযোগ

মোঃ আলমগীর হোসেন

সহকারী কমিশনার

ফোনঃ ০৭২১-৭৭২৬৫৪


ভারপ্রাপ্ত কর্মকর্তা